Connecting You with the Truth

কাউনিয়ায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানবন্ধন অনুষ্ঠিত

মিজান কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলায় “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই শ্লোগানকে রবিবার সকাল ১১টায় উপজেলা মহিলা অধিদপ্তর এর আয়োজনে বাসস্টান মুক্তিযোদ্ধা চত্বরে ঘন্টাব্যাপী আর্ন্তজাতিক নারী দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহান, অধ্যক্ষ মুসা আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিলদার আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মন্তাজ আলী, এসোড ইউও মোছা. ফারজানা রুনা, ল্যাম্ব প্রোগ্রাম অফিসার মোছা. মনজুয়ারা বেগম, সীড প্রকল্প সহায়ক অনুপমা রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার সুধীবৃন্দ।

মানবন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন নারীদের ন্যায্য অধিকার শিশুদের বাল্যবিবাহ থেকে রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Comments
Loading...