Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আফগানিস্তানে তালেবানের হামলায় কমপক্ষে ৭০ সেনা নিহত

সেনাবাহিনীর পোশাক পড়ে আফগানিস্তানের একটি সামরিক ঘাটিতে তালেবানদের চালানো হামলায় কমপক্ষে ৭০জন নিহত হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির উত্তরে বালখ প্রদেশের মাজার ই শরিফের একটি সেনা ঘাটিতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

এরপর সামরিক বাহিনী ও তালেবান কর্মীদের মধ্যে সহিংসতায় কমপক্ষে দশজন তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্যদিকে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের একজন শীর্ষ নেতাকে হত্যার কথা জানিয়েছে পেন্টাগন।

আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈনিকরা যখন শুক্রবারের নামাজের জন্য সেনা ঘাটির বাইরে বের হচ্ছিল, তখন সেনা সদস্যদের মতোই পোশাক পড়ে সন্ত্রাসীরা হামলা চালায়। তাদের আরেকটি দল হামলা করে ক্যান্টিনে থাকা সেনাদের উপর।

তালেবান জানিয়েছে, তাদের হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে প্রথমেই ঘাটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে।

আফগানিস্তানের মাজার ই শরিফের বাইরে ওই সেনা ঘাটিতে দিনের শেষভাগেও হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ চলছিল এবং কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

Leave A Reply

Your email address will not be published.