হিলি স্থলবন্দরে কৃষকলীগের ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হাকিমপুর প্রতিনিধি: কৃষক বাঁচাও দেশ বাঁচাও এ প্রতিপাদ্যকে সামনে রেখে হিলি হাকিমপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কৃষকলীগের ৪৫-তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৫ টায় সংগঠনের সভাপতি শ্রী জনার্দ্দন চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের সাংসদ মো: শিবলী সাদিক এমপি, এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মাহাতাব উদ্দিন সরকার, সম্পাদক সাখাওয়াৎ হোসেন সরকার, হিলি হাকিমপুর পৌর মেয়র মো: জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: আমিরুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক এমদাদুল হক মল্লিক টগর, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল ইসলাম উজ্জল, সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: কাহের উদ্দিন, সম্পাদক আতাউর রহমান কাজল, কৃষকলীগ সম্পাদক মোহসীন আলী, রাকিব হাসান ডালিম, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডলসহ অনেকে। সভার পূর্বে হিলি সিপি দলীয় কার্যালয় থেকে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শহীদ মিনারের মুল অনুষ্ঠানে যোগ দেয়। সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন এবং শান্তির প্রতীক পায়রা খোলা আকাশে ছেরে দেন অতিথিরা পরে চিত্রংকনদের মাঝে পুরুস্কার তুলে দেন,সাংকৃতিক অনুষ্ঠিত হয়।