কিশোরগঞ্জে নাগরিক কমিটির ৫দফা দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে ৫দফা দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে কিশোরগঞ্জ নাগরিক কমিটি। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে কিশোরগঞ্জ উপজেলাকে সতন্ত্র আসন, থানা থেকে খোকার বাজার পর্যন্ত সড়ক মেরামত, নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ উপজেলায় পৌরসভা চাই এবং দুর্নীতিমুক্ত কিশোরগঞ্জ চাই এই ৫দফা দাবিতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী, সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম সাজু।
এসয় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শফিউল করিম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান পাশা, শিশু নিকেতন কিন্টার গার্ডেনের সাবেক প্রধান শিক্ষক বাবু সন্তুষ কুমারসহ নাগরিক কমিটির সকল সদস্য বৃন্দ, শিক্ষক, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও উপজেলার সর্বস্থরের জনতা।