বঙ্গবন্ধুর ভাষন ইউনেস্কো’র স্বীকৃতিতে কাউনিয়ায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : জাতীরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো’র “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষ্যে গত ২৫নভেম্বর শনিবার রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্যাম্পাস থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে আলোচনা সভায় কৃষি কর্মকর্তা শামিমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, কাউনিয়া কলেজের অধ্যক্ষ মুসা আহাম্মদ, কুর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিলদার আলী, ওলামালীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুব মহিলালীগ সভাপতি হাসনা পারভীন মুক্তি, কাউনিয়া কলেজের শিক্ষক প্রতিনিধি সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা প্রমূখ। আনন্দ শোভাযাত্রায় উপজেলার সরকারী-বেসরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহন করে।