Connecting You with the Truth

ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় মন্ত্রী-সচিবদের শীতলপাটি উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে মন্ত্রিসভার সদস্য এবং সচিবদের একটি করে শীতলপাটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের শীতলপাটি জাতিসংঘের ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় সোমবার তিনি সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি তাদের হাতে তুলে দেন।

বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিসভা বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহমেদ মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীসহ সভার সদস্য এবং সচিবদের শুভেচ্ছা স্মারক হিসেবে শীতলপাটি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে ইউনেস্কোর ইন্টারগভার্নমেন্টাল কমিটি ফর দ্য সেফগার্ডিং অব দ্য ইনটেনজিবল কালচারাল হেরিটেজ কমিটির ১২তম অধিবেশনে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটিকে বিশ্বের নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Comments
Loading...