Connecting You with the Truth

নবাবগঞ্জে টার্কি পাখি, ডিম ও বাচ্চা বিক্রি করে সাবলম্বী এক নারী

মোহাম্মদ হাসিম উদ্দিন নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জে গড়ে উঠেছে টার্কি জাতের পাখির আবাদ। এখান থেকেই এখন দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে প্রতি দিন শত শত টার্কি পাখি, ডিম ও বাচ্চা সরবরাহ করে সাবলম্বী হয়েছেন এক নারী খামারী। অত্যান্ত সুস্বাদ, অল্প সময়ে স্বল্প খরচে অধিক লাভ জনক এই টার্কি চাষ। আর এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। লতাপাতা, কচুরিপানা, শাকসব্জিই এদের প্রধান খাদ্য। রোগ বালাই কম হওয়ায় এটি লাভজনকও বলে জানান উদ্যোক্তা আরজুমান আরা। আরজুমান আরার এই সাফল্য দেখে এখন অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন টার্কি পাখি পালনে।

আরজুমান আরা বেগম, বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জে, স্বপরিবারে থাকতেন মালোএশিয়া। লেখাপড়া শেষে চাকুরির পেছনে না ছুটে দেশে এসে টার্কি পাখির খামার গড়ে তোলেন তিনি। ২০১৬ সালে নওগা জেলা থেকে মাত্র আড়াই লক্ষ টাকায় ১শ টি টার্কি পাখি এনে পালন শুরু করেন তিনি। সেই থেকে আর পেছনে তাকাতে হয়নি তাকে, এখন তার খামারে ১ হাজার টার্কি পাখি থেকে ডিম সংগ্রহ করছেন। ডিম থেকে বাচ্চাও ফোটানো হয় তার খামারে। ছয় বিঘা জমির উপর গড়ে ওঠা খামারটির নাম দিয়েছেন ’’ ইকো এ্যাগ্রো ফার্মে প্রতিদিন ঢাকা বগুড়া জয়পুরহাট রংপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসে এখানে বাচ্চা নিতে।

Comments
Loading...