Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

একসাথে পথচলার ১৯ বছর

একসাথে পথচলার ১৯ বছর
একসাথে পথচলার ১৯ বছর

বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী অজয়-কাজলের ১৯তম বিবাহবার্ষিকী আজ। প্রায় দুই দশক একসাথে কাটালেন তারা। ‘গুন্ডারাজ’ ছবির সেটে তাদের প্রথম দেখা। এরপর প্রেম। সেটা ১৯৯৫ সালের ঘটনা। দীর্ঘ চার বছর প্রেম করার পর ১৯৯৯ সালের আজকের এই দিনে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করেন অজয়-কাজল।

কাজলের বাবা চলচ্চিত্র নির্মাতা সোমু মুখার্জি, মা অভিনত্রেী তনুজ। ছোট বোন তানিশাও একজন অভিনেত্রী। চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জি আর অভিনেত্রী রানি মুখার্জি তার কাজিন।

অভিনেতা অজয় দেবগনেরও রয়েছে একটি সমৃদ্ধ পারিবারিক পটভূমি। বাবা বীরু দেবগন ছিলেন একজন বিখ্যাত স্টান্ট কোরিওগ্রাফার এবং মা বীণা ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক। ভাই অনিল একজন চিত্রনাট্যকার ও পরিচালক।

বলিউড সূত্রের খবর, সিনেমার এই জনপ্রিয় জুটি ছেলে যুগ ও মেয়ে নিসাকে সঙ্গে নিয়ে তাদের বিবাহবার্ষিকী পালন করবে সিঙ্গাপুরে।

Leave A Reply

Your email address will not be published.