Connecting You with the Truth

বরিশাল বাস মালিক সমিতির যাত্রীবাহী বাস পশ্চিমাঞ্চলে চলাচলে বাধা

জামাল,কাড়াল,পটুয়াখালী

বরিশাল বাস মালিক সমিতির যাত্রীবাহী বাস পশ্চিমাঞ্চলে চলাচলে বাধা, মহাসড়কে অবৈধ যান চলাচলের প্রতিবাদে আজ বুধবার ভোর থেকে বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছেন মালিক ও শ্রমিকরা। পূর্ব ঘোষিত এ ঘোষণা বলবত রয়েছে বলে গতকাল মঙ্গলবার রাত ১০টায় জানিয়েছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেয়ায় আজ বুধবার থেকে অর্ধশত রুটে বাস চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঝালকাঠি বাস মালিক সমিতি বরিশাল বাস মালিক সমিতির বাস ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট এবং খুলনাসহ পশ্চিমাঞ্চলে চলাচল করতে দিচ্ছে না। এর ফলে একদিকে যাত্রীরা দুভোর্গের শিকার হচ্ছে, অপরদিকে লোকসানের সম্মুখীন হচ্ছেন মালিকরা। এ অবস্থায় প্রশাসনের কাছে তারা আহবান জানিয়েছিলেন যে, ওইসব রুটে মঙ্গলবার ১৩ মার্চের মধ্যে বাস চলাচল স্বাভাবিক না করলে এবং মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ না করলে বুধবার ১৪ মার্চ থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব রুটে লাগাতার বাস ধর্মঘট করা হবে। তিনি বলেন, প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। বরং বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে উল্লেখ রয়েছে যে, উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২৪ মার্চ সব বাস মালিকদের সাথে বৈঠক করা হবে। বাস মালিক নেতা শিপন বলেন, এ অবস্থায় আজ বুধবার থেকে বরিশাল জেলার ১৭টি রুটসহ পটুয়াখালী ও বরগুনার প্রায় ৫০টি রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বরিশাল শ্রমিক ইউনিয়নের সভাপতি নেতা সবুজ খানও একই ধরনের মন্তব্য করেছেন।

জে-থার্টিন,খুলনা

Comments
Loading...