Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আক্কেলপুরে রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শতাধীক ক্ষুদ্র ব্যবসায়ী কর্মহীন

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুরে রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২১ শে মার্চ বুধবার দুপুর ২ টায় এই অবৈধ স্থাপনা উচ্ছেদের নেতৃত্ব দেন বাংলাদেশ রেল উত্তরাঞ্চল ভ’সম্পত্তি কর্মকর্তা মোঃ ইউনুস আলী। এ সময়ে তার সঙ্গে সহযোগীতায় ছিলেন বাংলাদেশ রেল পুলিশ ও আক্কেলপুর থানার পুলিশ সদস্যবৃন্দ। আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর কে উচ্ছেদ অভিযানের কোন পত্র বা অবগত নাকরায় ঘটনাস্থলে মেয়র উপস্থিত হলে ত্বোপের মুখে পরেন সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা। আক্কেলপুর রেলগেট ও রেলষ্টেশানের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান তাদের কোনকিছু নাজানিইে এই অভিযানে তাদের হাজার হাজার টাকার জিনিসপত্র পদদলিত করে নষ্ট করা হয়েছে । আক্কেলপুর উপজেলার নির্বাহী অফিসার সালাহউদ্দিন আহম্মেদ এর নিকট উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন অদ্যই আমাকে বিষটি পত্র মারফত জানানো হয়েছে। নির্বাহী অফিসার উচ্ছেদ অভিযানে আসার পূর্বেই অভিযান শুরু এবং শেষ করা হয়। উচ্ছেদ অভিযানের কারণ জানতে চাইলে ভ’সম্পত্তি কর্মকর্তা মোঃ ইউনুস আলী জানান আগামীকাল বাংলাদেশ রেলের ইন্সপেক্টর অব জেনারেল উত্তরাঞ্চল সফরে আসায় এই উচ্ছেদ অভিযান।

Leave A Reply

Your email address will not be published.