হিলি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন; সভাপতি রাজ সম্পাদক লিটন মনোনীত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বাংলাহিলি স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শক্রবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কামাল হোসেন রাজের সভাপতিত্বে সভায় সংগঠনের আয়-ব্যয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় যদি কোনো সদস্য মৃত্যুবরণ করে তাহলে তার পরিবারকে এককালিন ৩ লাখ টাকা এক কালিন অনুদান দেওয়া হবে। পরে সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটিকে পুনরায় আগামী দুই বছর সংগঠন চালানোর জন্য মনোনীত করা হয়। সাধারন সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান, সংগঠনের নবনির্বাচিত সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটনসহ প্রায় ৬৭ জন সিএন্ডএফ এজেন্ট সদস্য।