Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বজ্রপাতের শব্দে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে বজ্রপাতের শব্দে আশরাফুল আলম (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম উপজেলার সনগাঁও গ্রামের আজিম উদ্দীনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ভোরে বৃষ্টির সংগে মেঘের গর্জন শুরু হয়। এসময় আশরাফুল ইসলাম ও তার স্ত্রী নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ মেঘের বিকট শব্দে ঘুম ভেঙে আশরাফুল চিৎকার করে ওঠেন।
পরে তার স্ত্রী বাড়ির লোকজনকে ডাকলে তারা এসে দেখেন আশরাফুলের শরীর নিথর হয়ে গেছে। তাৎক্ষণিক স্থানীয় এক পল্লী চিকিৎসক নিয়ে এলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Comments
Loading...