সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ওয়াই-ফাই সেবা চালু হচ্ছে
শাহজাহান আলী মনন, নীলফামারী: সৈয়দপুর রেলওয়ে স্টেশনে চালু করা হচ্ছে ওয়াই-ফাই সেবা। এ সেবা প্রদানের লক্ষ্যে একটি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে।
জানা যায়, বাংলাদেশ রেলওয়ের ১৩টি রেলওয়ে স্টেশনে (ঢাকা, ঢাকা বিমানবন্দর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর, যশোর ও খুলনা) ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। আরও ১২টি রেলওয়ে স্টেশনে (লাকসাম, আখাউড়া, চাঁদপুর, জামালপুর, ভৈরব বাজার, ইশ্বরদী, পার্বতীপুর, সৈয়দপুর, লালমনিরহাট, নরসিংদী, ঢাকা ক্যান্টনমেন্ট ও বনানী)।