Connecting You with the Truth

জাতিসংঘে রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র – বার্নিকাট

আজ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনের আলোচনায় রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র।

তিনি জানান, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা করছে ওয়াশিংটন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বার্নিকাট বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন ও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতির পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকটকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশানুযায়ী যুক্তরাষ্ট্র সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে। বাংলাদেশ সরকারও এমন নির্বাচন চায় বলেও মনে করেন তিনি।

Comments
Loading...