Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোলে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বিজিবি


মিলন কবির যশোর থেকে :
যশোরের বেনাপোলে ১৬৫টি ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি।
যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, বেনাপোলের কাগজপুকুর মোড় থে‌কে বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটক রাশেদা বেগমকে (৩৬) যশোরের রেলগেট এলাকার আলমগীর মোল্লার স্ত্রী।
এ প্রতিনিধিকে বিজিবির এ কর্মকর্তা আব্দুলওয়াহাব বলেন, কাগজপুকুর এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে এক নারী যশোরের দিকে যাচ্ছেন এমন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
“পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১৬৫টি ইয়াবা উদ্ধার করা হয়।”
উদ্ধারকৃত ইয়াবাসহ রাশেদাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

Leave A Reply

Your email address will not be published.