সুরের ঠিকানা মনিরুজ্জামান মাহমুদীর ‘মুক্তকণ্ঠ’
মুফতি শেখ মনিরুজ্জামান মাহমুদী, পিতা মজিবুর রহমান শেখ, মাতা মুর্শিদা খাতুন।
তার গ্রাম বড়বেড় সিংহশ্রী , কাপাসিয়া,গাজীপুর।
তিনি প্রাথমিক শিক্ষা নিজ এলাকায় প্রাইমারি বিদ্যালয়
তারপর জামিয়া মাদানিয়া বারিধারা সেখানে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন। এরপর জামিয়া মুহাম্মাদিয়া বনানী ওখানে স্বর বেকায়া পর্যন্ত পড়ালেখা করা হয়
তারপর ঢাকার সর্বোচ্চ বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী দাওরায়ে হাদিস (মাস্টার্স) কমপ্লিট করেন। উচ্চতর গবেষণা ফতোয়া বিভাগ দারুল ইফতা মুফতি ডিগ্রী অর্জনও করেন তিনি।
লেখাপড়া শেষ করে ২০১১ সালে মাদরাসাতুল ফুরকান আল ইসলামিয়া ঢাকা বারিধারা এই প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠিত করেন।
প্রতিষ্ঠান অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে, নূরানী মক্তব বিভাগ, নাযেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগ, হিফজ রিভিশন বিভাগ, মাদানী নিসাবে কিতাব বিভাগ সমূহে প্লে থেকে দশম পর্যন্ত আবাসিক-অনাবাসিকে মাধ্যমে শিক্ষা দিয়ে আসছেন।
পাশাপাশি পিতার নামে মজিবুর রহমান কল্যাণ ফাউন্ডেশন ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভ করেন। এই ফাউন্ডেশন এর মাধ্যমে গরিব দুঃখী অসহায় এর মাঝে এবং বিভিন্ন পেশাজীবীর মাঝে শিক্ষা দিনের মাঝে তিনি সেবা দিয়ে থাকেন।
বর্তমানে লেখালেখির মাধ্যমে কুরআন-সুন্নাহর আলোকে
২৪ঘণ্টার মাসালা
ফ্রি মাইন্ডের অন্তরালে।