Connecting You with the Truth

ইন্ডিজের বিপক্ষে আনামুল হকের ওয়ালটন ‘ অব দ্যা ম্যাচ’ বিজয়

s-1
স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শতক হাঁকিয়ে আনামুল হক বিজয় ‘ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। এটি তার ক্যারিয়ারের তৃতীয় ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় শতক। বুধবার গ্রেনাডার ¯ে¬া উইকেটে কেমার রোচ, হোল্ডার ও ব্রাভোকে ভালোভাবে সামলে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন তিনি। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেন। তার শতকে ভর করেই বাংলাদেশ ২১৭ রানের সংগ্রহ পায়। আর আনামুল হক বিজয় করেন ১০৯ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনার চেনা উইকেটে প্রথম শতক হাঁকিয়ে ছিলেন আনামুল হক বিজয়। সেবার তিনি করেছিলেন ১২০ রান। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ানডের আগে প্রস্তুতি ম্যাচে গ্রেনাডার বিপক্ষে ২৪ রান করে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার আস্থার প্রতিদান দিয়েছে বিজয়ের ব্যাট। এমন কৃতিত্বের কারণে দিনের সেরা তারকা বিবেচনায় ‘ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন আনামুল হক বিজয়। পুরস্কার হিসেবে ওয়ালটনের স্মার্ট ফোন পান ড্যাশিং এই ওপেনার। বুধবার ১০৯ রান করতে অবশ্য ১৩৮ বল খরচ করেন আনামুল। ব্যাটিংয়ে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। যদিও ৭৩টি ডট বল ওডিআইতে বেমানান। তার ১০৯ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কার মার। স্ট্রাইক রেট ছিল ৭৮.৯৮। ২১৮ মিনিট (৩ ঘণ্টা ৩৮ মিনিট) তিনি ব্যাট হাতে ক্রিজে ছিলেন।

Comments
Loading...