Connecting You with the Truth

পাবনার সাঁথিয়ায় হত্যা মামলার আসামিদের বাড়ি-ঘর লুটপাট ও ভাংচুরের অভিযোগ

খালেকুজ্জামান পান্নু, সাঁথিয়া, পাবনা:
পাবনার সাঁথিয়ায় হত্যার ঘটনা ঘটলেই মামলার বাদী ও একশ্রেণির টাউট বাটপারদের দ্বারা আসামি পক্ষের লোকজনের বাড়ি-ঘর লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে আসছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হাসানপুর গ্রামের জমি-জমা নিয়ে আ: আলীমের সাথে পার্শ্ববর্তী বলরামপুর গ্রামের জব্বার গংদের গত ২২/৬/১৪ইং সংঘর্ষ হয়। এতে আ: আলীম আহত হয়ে পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আলীমের শ্বশুর আ: হামিদ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
আসামিরা পুলিশি গ্রেফতার এড়াতে বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। এ সুযোগে একটি স্বার্থান্বেষী মহল আসামিদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ঘরে থাকা বিভিন্ন মালামাল এমনকি বসত ঘরের টিন পর্যন্ত লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলেও পুলিশ তা আমলে নেয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য পিন্টু জানান, লুটকৃত মালামাল নিয়ে যাওয়ার সময় থানা পুলিশকে জানানোর পরও কোন ফল পাওয়া যায়নি।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments
Loading...