কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাবেক এমপি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র নূর ইসলাম নুরু, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ, কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-যুবদলের সদস্য নাদিম আহমেদ, ছাত্রদলের শিমুল, আমিমুল, মজিদা কলেজ শাখার আহ্বায়ক বেলাল, যুগ্ম আহ্বায়ক সোহেল, পলিটেকনিক শাখার আহবায়ক রকি, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব হিমেল, যুগ্ম আহ্বায়ক জনি, সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রনি প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব।