মাদক বিক্রির অভিযোগে সীতাকুণ্ডে রেস্টুরেন্ট সিলগালা
চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে ‘নগর দোলা’ নামে একটি রেস্টুরেন্ট সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাতলামির অভিযোগে তিনজনকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহবুবুল আলম প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন। তিন মাতাল হলো-সাহাব উদ্দিন, মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ আলী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সলিমপুর এলাকায় নগর দোলা রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও অসামাজিক কর্মকাণ্ড চলছিল। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম।
এসময় মাতলামির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় বেশ কয়েকটি বিদেশি মদের বোতল। পরে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ১ হাজার টাকা করে জরিমানা করে।
এমপি দিদারুল আলম বলেন, দীর্ঘদিন ধরে ওই রেস্টুরেন্টকে ঘিরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদক বিক্রির অভিযোগ করছে এলাকাবাসী। তাই আইন শৃঙ্খলা বাহিনী ও এলাকাবসীদের নিয়ে রাতে অভিযান পরিচালনা করা হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।