Connecting You with the Truth

ফেনীতে ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৫৫

atok picফেনী প্রতিনিধি:
ফেনীতে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১৮৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো সহাস্ত্রাধিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত কাল সকালে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাদী হয়ে পুলিশের ওপর হামলা, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় এ রিপোর্ট তৈরি করা পর্যন্ত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মামলায় আসামিদের মধ্যে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন মামুন, জেলা সাইবার ইউজার দলের সভাপতি শরীফুল ইসলাম রাসেল, শহর যুবদল নেতা রাসেল পাটোয়ারি, ছাত্রদল কর্মী রাহাত, বাবলু, জুয়েল ও বোমা টিপু অন্যতম। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- ছাত্রদল কর্মী দীন মোহাম্মদ, আইয়ুব আলী, শরীফুল ইসলাম, সাদ্দাম হোসেন, জামানসহ ফেনী সদর থানায় ৩০ জন, দাগনভূঁঞা থানায় ১২, ফুলগাজীতে ৭, ছাগলনাইয়ায় ৫, সোনাগাজীতে ২ ও পরশুরামে এক জন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবু মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার বিকেলে ছাত্রদলের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করলে পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীদের সংঘর্ষ হয়। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক অবরোধ করে গাড়ি এবং সড়কের দু’পাশে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর করে মিছিলকারীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শর্টগানের গুলি ও ১৯ রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। সংঘর্ষে ছাত্রদল কর্মী, সাধারণ পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছিল।

Comments
Loading...