Connecting You with the Truth

ইংল্যান্ডে পরীক্ষা চান আজমল, ভারতে নয়

স্পোর্টস ডেস্ক:s-9
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ অফস্পিনার সাঈদ আজমল। তবে ক্রিকেটের মূল স্রোতে ফিরতে চেষ্টার কমতি নেই ৩৭ বছর বয়সী ক্রিকেটারের। এজন্য পুনর্বাসন প্রক্রিয়ায় নিজের বোলিং অ্যাকশন শোধরাচ্ছেন ফয়সালাবাদের প্রতিভা। এক্ষেত্রে কতোটা অগ্রগতি হয়েছে তার, সেটাও যাচাই করতে চান আজমল। তাই আইসিসির নিকট ফের অনানুষ্ঠানিক বোলিং অ্যাকশনের পরীক্ষার বসতে চান পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু সেটা ভারতের চেন্নাইয়ে নয়, আজমল ইংল্যান্ডে গিয়ে বায়োমেকানিক্যাল টেস্ট করাতে চান। শুক্রবার ভারতের টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে আজমল বলেন, ‘পরের মাসে (ফেব্র“য়ারিতে) আমি আইসিসির নিকট অনানুষ্ঠানিক বোলিং পরীক্ষা দিতে যাচ্ছি। তবে সেটা চেন্নাইয়ে নয়, আমি ইংল্যান্ডে গিয়ে এই পরীক্ষা দিতে স্বচ্ছন্দ বোধ করব।’ প্রসঙ্গত, গেল বছরের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন অজমল। তবে শিগগির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে আÍপ্রত্যয়ী ৩৭ বছর বয়সী অফস্পিনার।

Comments
Loading...