১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘কেজিএফ চ্যাপ্টার টু’
বিনোদন প্রতিবেদক:
চলতি বছরের ১৬ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিলো সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। করোনা প্রকোপের কারণে ছবিটির মুক্তি পেছানো হয়। অবশেষে ঘোষণা এলো প্রযোজকদের পক্ষ থেকে। ঘোষণা দিয়েছেন, আগামী ২০২২ এর ১৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি।
বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছেন, অবশেষে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ মুক্তি পাচ্ছে ২০২২ সালের ১৪ এপ্রিল। টিমের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।
১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় কেজিএফের দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে।