কুড়িগ্রামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) এর উদ্যোগে কুড়িগ্রামে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড অফিসে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। রাকাব কুড়িগ্রাম জোনের ব্যবস্থাপক আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম ও আফজাল হোসেন প্রমুখ।
এসময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কুড়িগ্রাম জোনের ব্যবস্থাপনায় ২০৭ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।