Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে নির্বাচনের দাবিতে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পথসভা

পঞ্চগড় : পঞ্চগড়ে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২৬৪ এর ত্রি-বার্ষিকী নির্বাচনের দাবিতে প্রতিবাদ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ আগষ্ট) বিকেলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এ প্রতিবাদ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা অংশ নেন।

জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২৬৪ এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাবেক সড়ক সম্পাদক শাহিন রেজা মিয়া, সাবেক ক্রিয়া সম্পাদক মো: নুরুজ্জামান মিয়া,সাবেক অর্থ সম্পাদক আব্দুস সাত্তার দুলালসহ নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২৬৪ এর মেয়াদ আর মাত্র ৯ দিন বাকি রয়েছে। অথচ বর্তমানে কার্যকরী কমিটি কোন সাধারণ সভা এখন করছে না।

তাই অবিলম্বে মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২৬৪ এর নির্বাচন দেয়ার দাবী জানান। দাবী মানা না হলে কঠোের আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

আসাদুজ্জামান আপেল/বিডিপি

Leave A Reply

Your email address will not be published.