Connecting You with the Truth

মণ্ডপে হামলার প্রতিবাদে চট্টগ্রামে আধাবেলা হরতাল পালিত

নিউজ ডেস্ক:
পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকা হরতাল পালিত হয়েছে। হরতালের মধ্যে নগরীতে শনিবার বেলা ১২ টা পর্যন্ত যানবাহন তেমন চলেনি।

জেএম সেন হল, আন্দরকিল্লা, লালদীঘির পাড়, কে সি দে রোড, চেরাগী পাহাড় মোড়, দেওয়ানবাজার, জামালখানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ ছিল।

চকবাজার, আসকার দিঘীর পাড়, কোতোয়ালি মোড়সহ বিভিন্ন সড়কে যান চলাচল ছিল অন্য দিনের তুলনায় কম। হরতালের সমর্থনে সনাতন ধর্মাবলম্বী তরুণ যুবক ও পেশাজীবীরা সড়কে অবস্থান নিয়ে ছিল। পুলিশও সড়কে ছিল। তবে কোথাও কোনো গোলযোগ ঘটেনি।

কুমিল্লার ঘটনার জের ধরে চট্টগ্রামে বিভিন্ন পূজামণ্ডপে হামলার প্রতিবাদে শনিবার বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে হরতালের ডাক দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

শুক্রবার হামলার প্রতিবাদে নগরীর মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জন বন্ধ ঘোষণা করেছিল চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদ। পরে রাতে প্রশাসন ও রাজনীতিবিদদের আশ্বাসে প্রতিমা বিসর্জন হয়।

হরতাল শেষে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন রানা দাশগুপ্ত। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Comments
Loading...