Connecting You with the Truth

নায়িকাদের শীর্ষে এখন আলিয়া ভাট

b-7
বিনোদন ডেস্ক:
বলিউডের সাম্প্রতিক নায়িকাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন আলিয়া ভাট। আর সেই সুবাদে বাঘা-বাঘা পরিচালকের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন এই অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে মোহিত সুরির পরের সিনেমাতে নায়িকা হিসাবে দেখা যেতে পারে বলিউডের মিষ্টি মেয়ে আলিয়াকে। সম্পর্কের নিরিখে মোহিত আর আলিয়া ভাই-বোন। এই মুহুর্তে মোহিত বিদ্যা বালান ও ইমরান হাশমির সঙ্গে ‘হামারি অধুরি কাহানী’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন বলে জানা যায়। জানা গেছে, ১৯৯৯ তে সংঘর্ষ সিনেমাতে প্রথম ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। এরপর ২০১২ থেকে তার ফিল্মি ক্যারিয়ারের পথ চলা শুরু। ২১ বছর বয়সী আলিয়া করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এ বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে প্রথম জুটি বাঁধেন। এরপরই ২০১৩ তে প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ এ সেরা ডেবিউ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। প্রথম সিনেমার পর চলতি বছরে আলিয়া হাইওয়ে, টু স্টেটস এ অভিনয় করে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে দিয়েছেন। কিছুদিন আগে আলিয়া-বরুণ জুটির দ্বিতীয় ছবি হাম্পটি শর্মা কি দুলহানিয়া মুক্তি পেল। সেই সিনেমা আলিয়ার অভিনয় মন জয় করেছে দর্শকদের।

Comments
Loading...