Connecting You with the Truth

নাদালের জয়, ইভানোভিচের অঘটন

স্পোর্টস ডেস্ক:s-3c
অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা ভালোই হলো সাবেক বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষ তারকা রাফায়েল নাদালের। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে রাশিয়ার মিখাইল ইউঝনিকে পরাজিত করেছেন তিনি। চোট কাটিয়ে টেনিস কোর্টে ফিরে দারুণ ফর্মে রয়েছেন নাদাল। তারই প্রমাণ দিলেন ইউঝনিকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়ে। এই জয়ের মধ্যে দিয়ে প্রতিযোগিতার পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা। অন্যদিকে, সাবেক নম্বর ওয়ান আনা ইভানোভিচকে ১৪৭ নম্বর র‌্যাংকিংয়ে থাকা লুসি রেডেককা ১-৬, ৬-৩, ৬-২ গেমে পরাজিত করেছেন।

Comments
Loading...