গুলশানের ফাঁকা প্লট থেকে দুই ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
রাজধানীর গুলশানে একটি ফাঁকা প্লট থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ১০৮ নম্বর সড়কের ২১ নম্বর প্লট থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন ওই প্লটের কেয়ারটেকার রফিকুল ইসলাম (৬০) এবং তার সহকারী সাব্বির হোসেন (১৫)। রফিকুলের বাড়ি বরিশাল সদর উপজেলার দবদবিয়া গ্রামে, এবং সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজারের বেপারী পাড়ায়।
গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় দেখতে পায়।
তিনি বলেন, “তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে গলা কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ওসি তৌহিদ আরও জানান, “মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাদেরকে গত বৃহস্পতিবার যেকোনো সময় হত্যা করা হয়েছে।”
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।