Connecting You with the Truth

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা, দুই ট্রাকের চাপায় নিহত চার

road-accident 2টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিপরীতমুখী দু’টি ট্রাকের মাঝখানে চাপা পড়ে অটোরিকশার চালকসহ চার আরোহী নিহত হয়েছেন। উপজেলার চরভাবলা এলাকায় গত কাল রাত সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সংঘটিত এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আখেরুজ্জামান জানিয়েছেন। নিহতরা হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামের মন্টু সাহার ছেলে নিরঞ্জন সাহা (৩৫), মৃত আবদুল খালেকের ছেলে নুরুল ইসলাম ওরফে কালু (৪০), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মালতী গ্রামের আবদুর রহমানের ছেলে গোলম কিবরিয়া (৩৫) ও অটোরিকশা চালক টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি গ্রামের আবদুস ছালামের ছেলে ফারুক হোসেন (৩০)। একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে অটোরিকশাটি দুই ট্রাকের মাঝখানে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে বলে ওসি আখেরুজ্জামান জানান। দুই পাশ থেকে দুই ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়েছে বলেও জানান তিনি। আহতদের তাৎক্ষনিকভাবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments
Loading...