Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ছাত্রলীগ, আওয়ামী লীগ ও শ্রমিকলীগের ০৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার

এম আর মিলন(ব্যুরো প্রধান) :

‎সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য সহ পাহাড়তলী থানা আওয়ামী লীগ ও শ্রমিকলীগের ০৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।

‎অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানা, জনাব মো: জসিম উদ্দিন এর নেতৃত্ব এসআই/মোঃ জসিম উদ্দিন, এসআই জাহেদ, সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য ১। মো: রাহাত উদ্দিন(৩১), পিতা-মৃত আজিজুর রহমান, মাতা-মমত জায়েদা বেগম, সাং- লাকী হোটেল গলি, ওসি মিয়া মাষ্টার বাড়ী, মধ্যম সরাইপাড়া, থানা-পাহাড়তলী, জেলা চট্টগ্রামসহ পাহাড়তলী থানা শ্রমিকলীগের সদস্য ২। মোঃ রাসেল আলী (২৬), পিতা-মোহাম্মদ আলী, মাতা-পেয়ারা বেগম, সাং-মধ্যম মহাদেবপুর, ভুইয়া পাড়া, ০৪ নং ওয়ার্ড, সীতাকুণ্ড পৌরসভা, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কোহনারার ভাড়াটিয়া, বি-ব্লক, বিশ্বকলোনী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, ৩। মো: রবিন শেখ(৩১), পিতা-মো: রশিদ শেখ, মাতা-ইয়াসমিন আক্তার, সাং-নয়ানন্দ, সারেং বাড়ি, ইউনিয়ন ধীপুর, থানা-টঙ্গীবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে-বহরা মসজিদ, নাসিমা কামাল ভবন, ৩য় তলা, সরাইপাড়া, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ৪। নয়ন চাকমা প্রঃ ফারুক আহম্মদ (৫১), পিতা- সমিরন চাকমা, স্থায়ী সাং-রাঙ্গামাটি, বনরূপা ত্রিদীপ, নগর বলপেইয়া আদাম, থানা- রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি, বর্তমান-সরাইপাড়া, উত্তর গ্রীণভিউ আ/এ, হাবিব ম্যানশন প্রঃ লিপিস্টিক বিল্ডিং, থানা- পাহাড়তলী, জেলা -চট্টগ্রাম, ৫। মো: নুরুন নবী(৪২), পিতা-আবুল বাশার, মাতা-পেয়ারা বেগম, সাং-খুশিপুর, ইউসুফ ভূইয়া বাড়ী, ওয়ার্ড নং-০১, ০৮ নং জয়লস্কর ইউপি, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনী, বর্তমানে-চল্লিশ কেয়াটার, হাজী আহসান উল্লাহ এর বাড়ি, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম ও শ্রমিক লীগের সদস্য ৬। মোঃ রেজোয়ান(২৩), পিতা-মোঃ লোকমান, মাতা-রোকসানা বেগম, সাং-সাগরিকা মোড়বাইন্যাপাড়া, জালালের ভাড়াঘর, বাইন্যাপাড়া মসজিদের পাশে, থানা-পাহাড়তলী।

‎আসামীদেরকে ১৯ তারিখ রাত ১১.৩০ টা হইতে ২০ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় পর্যন্ত সাগরিকা, বিটাক, একে খান, পাহাড়তলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

‎উক্ত আসামীদেরকে
‎সিএমপি এর পাহাড়তলী থানার এফআইআর নং-২৫, তারিখ- ২৯ জুলাই, ২০২৫; জি আর নং-১৪৯, তারিখ- ২৯ জুলাই, ২০২৫; ধারা- ৬(২)/৮/৯/১০/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) মূলে এবং পাহাড়তলী থানার মামলা নং-০৯, তারিখ: ২৩/১১/২০২৪ ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড, ১৮৬০ তৎসহ ৩/৪, বিস্ফোরক আইন, ১৯০৮ মূলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

Leave A Reply

Your email address will not be published.