চট্টগ্রাম মহানগর যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টা থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের দলীয় কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন মাঠে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে পবিত্র কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ এহসানুল হক।