Connecting You with the Truth

পাথর ছুড়ে ট্রাক থামিয়ে আগুন, দু’জন দগ্ধ

fire picমাগুরা প্রতিনিধি:
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে মাগুরার শালিখা উপজেলায় পাথর ছুড়ে ট্রাক থামিয়ে তাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালক ও তার সহকারী দগ্ধ হয়েছেন। গত কাল ভোররাত চারটার দিকে আড়পাড়া কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান। এ ঘটনায় আহত ট্রাকচালক মিলন (৪০) ও তার সহকারী আশরাফকে (২৮) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দু’জনই যশোরের বেনাপোলের বাসিন্দা বলে জানা গেছে। যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বলেন, আহত চালক ও তার সহকারীকে প্রথমে তাদের কাছে নেয়া হয়। দু’জনের হাত ও মুখের কিছু অংশ পুড়ে গেছে। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের যশোর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আদা বোঝাই ট্রাকটি যশোরের বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল করেছিল।
দগ্ধদের বরাত দিয়ে ওসি বিপ্লব বলেন, ভোরে ট্রাকটি ওই কলেজের সামনে পৌঁছলে রাস্তার দুই পাশ থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। “পরে হামলাকারীরা এসে ট্রাকটির সামনের অংশে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ চলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ট্রাকের ভেতর থেকে চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়।” অতপর ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে ট্রাকের আগুন নেভায়। কিন্তু ততোক্ষণে ট্রাকের সামনের অংশ অনেকটা পুড়ে যায়।

Comments
Loading...