Connecting You with the Truth

ইট তৈরিতে কৃষিজমির উপরিভাগ না কাটার আহ্বান কৃষিমন্ত্রীর

sahra khatunস্টাফ রিপোর্টার:
ইট তৈরিতে কৃষিজমির উপরিভাগ (টপ সয়েল) নেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, “কৃষিজমির উপরিভাগ যখন কাটা হয়, তখন মনে হয় যেন আমার গায়ের মাংস কাটা হচ্ছে।”
গত কাল দুপুরে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) ৪০ বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এইচবিআরআই প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও পূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ¯ি¬ম অ্যান্ড স্মার্ট প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আমাদের দেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। এর সাথে সাথে রুচিরও পরিবর্তন হচ্ছে। তাই এখন প্রযুক্তি নির্ভর ও বাস্তবসম্মত কার্যক্রম হাতে নিয়ে অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। বিদেশিদের অনুকরণের কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, “বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী অনেক কিছুই করি। এগুলো মোটেও ঠিক নয়। আমাদের দেশে কী প্রয়োজন, কীভাবে কাজ করতে হবে- এটা আমরাই ভালো বলতে পারবো। তাই কোনো অনুকরণ নয় বরং সেগুলো দেখে নিজেদের জ্ঞান কাজে লাগাতে হবে।” তিনি বলেন, কৃষি থেকে আমরা কোনোভাবেই বেরিয়ে আসতে পারবো না। শ্রম শক্তিকে কাজে লাগাতে হলে অবশ্যই খাদ্য শক্তির দিকে নজর দিতে হবে। আর এজন্য দরকার অধিক খাদ্য উৎপাদন করা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও পূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, কৃষি জমি বাঁচিয়ে কীভাবে আধুনিক ও বাস্তবসম্মত বিভিন্ন পাইলট প্রকল্প বাস্তবায়ন করা যায় সেদিকেই বেশি নজর দিচ্ছে তার মন্ত্রনালয়। তিনি জানান, মিরপুরে একটি পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে যেখানে ২০ বছর পর্যন্ত অল্প টাকায় কিস্তি দিয়ে জমির মালিক হতে পারবেন স্বল্প আয়ের মানুষ। এসময় তিনি ন্যাশনাল হাউজিং অথিরিটিকে কাজে লাগানোরও আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এইচবিআরআই পরিচালক মোহাম্মদ আবু সাদেক। সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম বজলুল করিম চৌধুরী।

Comments
Loading...