Connecting You with the Truth

সিরাজগঞ্জে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে আটক ৫

bombসিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গে ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে গত কাল সকালে সদর উপজেলার বহুলী এলাকায় সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে সিএনজি চালিত তিন/চারটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার বেলকুচি উপজেলার শেরনগরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় হরতালকারীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, নাশকতার অভিযোগে মঙ্গলবার রাত থেকে গত কাল সকাল পর্যন্ত জেলার সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে সদর উপজেলা ছাত্র-শিবিরের রোকন অ্যাডভোকেট নাজিম বেপারি রয়েছেন। পুলিশ জানায়, গত কাল সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া এলাকা থেকে নাজিমকে গ্রেফতার করা হয়। বাকিদের রাতে গ্রেফতার করা হয়। সদর থানার ওসি হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

Comments
Loading...