Connecting You with the Truth

এবার হ্যাকারদের কবলে সুইফট

04_taylor-swift-presenting-jpgবিনোদন ডেস্ক:
সোশ্যাল নেটওয়াকিং সাইটে প্রকাশ করে দেওয়া হবে তার ন্যুড ছবি। এমনই হুমকি আসছে পপস্টার টেলর সুইফটের কাছে। জেনিফার লরেন্সের পর এবার হ্যাকারদের কবলে টেলর সুইফটের ট্যুইটার ও ইনসটাগ্রাম অ্যাকাউন্ট। গত মঙ্গলবার অ্যাকাউন্ট দু’টি হ্যাক করা হয়েছে। আর তারপর থেকে হুমকি আসতে শুরু করেছে এই গায়িকার কাছে। তার অ্যালবাম ‘১৯৮৯’ প্রকাশের পর থেকেই জনপ্রিয়তার শিখরে আছেন এই তারকা। ‘শেক ইট অফ’-এ মজে আছে সারা বিশ্ব। ট্যুইটারে ফ্যান ফলোয়ার তালিকায় তার নাম রয়েছে চতুর্থ স্থানে। টেলরের ফলোয়ার সংখ্যা এখনও পর্যন্ত ৫ কোটি ১৪ লক্ষ। তবে টেলর জানিয়েছেন, ‘তার কোনো বাজে ছবি নেই। তাই এমন কোনো ছবি যদি ইন্টারনেটে ছড়ায় তা হলে তা হবে ফটোশপের কারিগরি’। তবে অ্যাকাউন্ট হ্যাক হবার পর সোশ্যাল মিডিয়া সার্ভিস থেকে যত তাড়াতাড়ি সম্ভব টেলারের গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেওয়া হয়েছে। জানা গেছে, লিজার্ড স্কোয়াড নামে এক ব্যক্তি অ্যকাউন্ট হ্যাক করেছে। গত বছর স্কোয়ার্ড সোনি প্লে স্টেশন ও এক্সবক্সের অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল এই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে।

Comments
Loading...