Connecting You with the Truth

হুন্ডি ব্যবসায়ী সাব্বিরের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার:
প্রায় ৩২৮ কোটি টাকা পাচারের অভিযোগে চার বেসরকারি প্রতিষ্ঠানের কথিত মালিক মোহাম্মদ সাব্বিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে রাজধানীর চকবাজার মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার দায়েরের বিষয়ে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, মোহাম্মদ সাব্বির ২০০৯ সালের ২৮ নভেম্বর থেকে ২০১৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তার ভুয়া প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজ, জিএস এন্টারপ্রাইজ, কেজিএন এন্টারপ্রাইজ ও এনএস ট্রেডিংয়ের মাধ্যমে এ অর্থ লেনদেন করেন। তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারাও তথ্য-উপাত্ত পেয়েছেন। পরে এ বিষয়টি দুদকের তফসিলভুক্ত হওয়ার কারণে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক নথিপত্র দুদকে পাঠায়। দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়ায় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত মোহাম্মদ সাব্বির হুন্ডির ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ স¤পদ অর্জন করেছেন। তার নিজ নাম ও প্রতিষ্ঠানগুলোর নামে ১৯টি হিসাব থেকে মোট ৩২৭ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকা ট্রান্সফারের মাধ্যমে সংগ্রহ করেন। কিন্তু সাব্বিরের মালিকানাধীন এসএস এন্টারপ্রাইজ, জিএস এন্টারপ্রাইজ, কেজিএন এন্টারপ্রাইজ ও এনএস ট্রেডিং কো¤পানির ব্যবসায়িক ঠিকানা অনুসারে সরেজমিনে পরিদর্শন করে আমদানি-রফতানি সংক্রান্ত উল্লেখযোগ্য কোনো ব্যবসায়িক কার্যক্রম পাওয়া যায়নি।

Comments
Loading...