বেনাপোল সীমান্তে ১১টি ভারতীয় ইয়ার রাইফেল উদ্ধার
বেনাপোল প্রতিনিধি, যশোর:
বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রাম থেকে রবিবার দুপুরে ১১টি ভারতীয় ইয়ার রাইফেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারে নি বিজিবি।
২৬ বিজিবি বেনাপোল ক্যাম্পের নায়েব সুবেদার কোব্বাদ হোসেন জানান, গোপন সংবাদে ভারত থেকে অস্ত্রের একটি চালান সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করেছে মর্মে জানতে পেরে তারা ওই এলাকায় এই অভিযান চালান। এ সময় হাবিলদার মোস্তাফা তার সঙ্গীয় ফোর্স নিয়ে বড়আঁচড়া পাকা রাস্তার পাশে পরিত্যক্ত একটি বাড়ির উঠানে ¯তূপীকৃত খড়কুটার মধ্য থেকে ১১টি ইয়ার রাইফেল উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি। উদ্ধার হওয়া ইয়ার রাইফেলগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।