আফগানিস্তান জুড়ে সামরিক অভিযানে ৮০ তালেবান নিহত
আফগানিস্তান জুড়ে সামরিক অভিযানে ৮০ তালেবান জঙ্গি নিহত এবং ৪৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
সিনহুয়া মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে বলেছে, আফগান ন্যাশনাল ফোর্স (এএনএসএফ) কুনার, ফারিয়াব, কান্দাহার, ওয়ারডাক, লোগার এবং হেলমান্দ প্রদেশে গত শনিবার থেকে জঙ্গি মুক্তি অভিযান চালিয়েছে। এতে ৮০ তালেবান নিহত এবং ৭৪ জন আহত হয়েছে।
তালেবান হত্যা করা ছাড়াও এএনএসএফ অস্ত্র জব্দ করেছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। তবে অভিযানে নিরাপত্তা বাহিনীর পক্ষে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানানো হয়নি।
তালেবানরাও এ অভিযানের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
শনিবার হেলমান্দ প্রদেশে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় ২ পুলিশ আহত হয়। গত মে মাসের মাঝামাঝি সময় থেকে আফগানিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে।