Connecting You with the Truth

সাকিবকে কিনলো ৫০ হাজার মার্কিন ডলারে

স্পোর্টস ডেস্ক:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনে নিলো সেন্ট লুসিয়া জুকস। ৫০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বসেরা সাকিবকে কিনে নিয়েছে দলটি। সিপিএল ২০১৫ সামনে রেখে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ড্রাফট অনুষ্ঠান। ড্রাফট অনুষ্ঠানে সাকিবের নাম রাখা হয়েছিল ৫০ হাজার মার্কিন ডলার ক্যাটাগরির ব্র্যাকেটে। সেন্ট লুসিয়ায় সাকিবের সঙ্গে আরও আছেন কেভিন পিটারসেন, ড্যারেন স্যামি ও রস টেইলর। সেন্ট লুসিয়ায় পঞ্চম সর্বোচ্চ দরের বিনিময়ে খেলবেন সাকিব। দলটিতে সর্বোচ্চ এক লক্ষ ৫০ হাজার ডলারের বিনিময়ে খেলবেন ড্যারেন স্যামি। সিপিএল-এর প্রথম আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন সাকিব। মাত্র ৪ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করে সে আসরে রেকর্ড গড়েন এই অলরাউন্ডার। তবে দ্বিতীয় আসরে বিসিবির দেয়া নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি সাকিবের। জুনে সিপিএল-এর তৃতীয় আসর মাঠে গড়ানোর কথা রয়েছে।

Comments
Loading...