Connecting You with the Truth

যিনি হবেন রিয়ালের ভবিষ্যৎ কোচ

s-4স্পোর্টস ডেস্ক:
সাবেক ফ্রেঞ্চ তারকা জিনেদিন জিদান নিজেকে রিয়াল মাদ্রিদের ভবিষ্যত কোচ হিসেবেই গড়ে তুলছেন বলে মন্তব্য করেছেন বর্তমান রিয়াল বস কার্লো আনচেলত্তি। বর্তমানে রিয়ালের রিজার্ভ দল ক্যাস্তিলার কোচের দায়িত্ব পালন করছেন জিদান। মৌসুমটা খুব একটা ভালভাবে শুরু না করলেও ক্যাস্তিলা বর্তমানে তৃতীয় সারির স্প্যানিশ লীগে শীর্ষে রয়েছে। এক সংবাদ সম্মেলনে জিদানের কোচিং দক্ষতার ভূয়শী প্রশংসা করে আনচেলত্তি বলেছেন, জিদানের মধ্যে সব ধরনের গুনাবলী রয়েছে। আমি জিদানের কাজ বেশ উপভোগ করি। সে দারুণ করছে। নিজের দায়িত্বের প্রথম বছরেই যোগ্যতার প্রমাণ সে দিয়েছে। সে দলকে প্রথম স্থানে নিয়ে গেছে। এখন শুধু জরুরি এর ধারাবাহিকতা ধরে রাখা। আমি নিশ্চিত বড় ক্লাবের দায়িত্ব নেবার মত সব ধরনের গুণাবলী তার মধ্যে রয়েছে। এবং সেটা হতে পারে রিয়াল মাদ্রিদের মত কোন ক্লাব।’ ইতালিয়ান আনচেলত্তির হাত ধরেই গত মৌসুমে রিয়ালের দলটির দায়িত্ব লাভ করেছিলেন জিদান। প্রথমদিনের ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে যাওয়া ক্যাস্তিলাকে জিদান খাদের কিনারা থেকে টেনে তুলেন। তার অধীনে রিয়ালের তরুণ দলটি গত চার মাসে মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে। রোববার এ্যাথলেটিকোর বিলবাওয়ের রিজার্ভ দলটির সাথে জিতে পারলে নিজেদের আরো এগিয়ে নিতে পারবে রিয়ালের ছোট দলটি।

Comments
Loading...