বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল, তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের
স্টাফ রিপোর্টার:
নির্ধারিত নব্বই মিনিটে জয়সূচক গোল না হওয়ায় রেফারি ৩ মিনিটের লস টাইমের নির্দেশ দেন। আর এই লস টাইমের শেষ মিনিটই কাঁদালো গোটা বাংলাদেশকে। হাতছাড়া হয়ে গেলো বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা। এত কাছ থেকেও অধরাই রয়ে গেল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ।
অতিরিক্ত তিন মিনিটের শেষ সময়েই কর্নার পায় মালয়েশিয়া। আর সেখান থেকেই সবার আগে লাফিয়ে উঠে কর্নার কিকের বলে মাথা ঠেকায় মালয়েশিয়ার মোহাম্মদ ফাইজাত। বল গড়ায় বাংলাদেশের জালের কোনায়। গ্যালারির চল্লিশ হাজার দর্শক যেন হতবাক। থেমে গেল বাংলাদেশের জয়োধ্বনি। শেষ মিনিটে হারলো বাংলাদেশ।
এর আগে, গত কাল বিকাল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালের লড়াইয়ে নামে বাংলাদেশ ও মালয়েশিয়া। দু’ দলের খেলোয়ারদের চোখেই শিরোপার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে প্রথমেই বাধ সাধেন মালয়েশিয়া দলের মোহাম্মদ নাজিরুল ইসলাম। খেলার প্রথম ৩১ মিনিটেই দুর থেকে শট নেয়া এক গোলের লিড পায় অতিথিরা। যখন কুমারুন মালয়েশিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করেন তখনই দর্শকদের চোখ বিষাদের ছায়া। এখান থেকে কী আর ফেরা সম্ভব!
প্রথমার্ধেরে নির্ধারিত ৪৫ মিনিটে বাংলাদেশ-০ এবং মালয়েশিয়া-২ স্কোরকার্ড নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতির মাঝখানেই বাংলাদেশের খেলোয়ারদের কানে কি যেন এক মন্ত্র পড়িয়ে দিলেন। আর সেটাই কাজে লাগিয়ে বিরতি শেষে মাঠে নেমেই প্রথমার্ধে হজম করা দুই গোল পরিশোধ করে টাইগার বাহিনী। খেলার ৪৬ মিনিটে বাংলাদেশের পক্ষে প্রথম গোল পরিশোধ করেন জাহিদ হোসেন এমিলি। তার কিছুক্ষণ পর দ্বিতীয় গোলটি পরিশোধ করেন মোহাম্মদ ইয়াসিন। কিন্তু এর পর আর কোন গোল করতে না পারায় নির্ধারিত নব্বই মিনিটে গিয়ে এডিশনাল ৩ মিনিটের নির্দেশ দেন রেফারি।
সেই এডিশনাল টাইমেই কর্নার প্রাপ্ত কর্নার থেকে গোল করেন মালয়েশিয়ার মোহাম্মদ ফাইজাত। দলকে এগিয়ে নিয়ে যান ৩-২ গোলের ব্যাবধানে। ব্যবধান বাড়ানোর পর আর মাত্র এক মিনিটই খেলা হয়েছে। বাংলাদেশ আর গোলের দেখা পায় নি। এত কাছ থেকেও হাতছাড়া হয়ে গেল স্বপ্নের শিরোপা।