Connecting You with the Truth

ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসে বোমা হামলা

bombপাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বোমাগুলো ইঞ্জিনের চাকায় পড়ে বিস্ফোরণ ঘটে। এসময় আগুন ধরলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়। তবে এতে ট্রেনটি সাময়িক যাত্রাবিরতি নিতে বাধ্য হয়। গত কাল দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবির। তিনি জানান, ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশন এলাকা ছেড়ে লোকোশেডে পৌঁছলে হরতাল সমর্থকরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তিনি বলেন, বোমাগুলো ইঞ্জিনের চাকায় পড়ে বিস্ফোরণের পর আগুন ধরলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে তখনই ক্ষয়ক্ষতির বিষয় খতিয়ে দেখার জন্য ট্রেনটি লোকোশেড থেকে স্টেশনে ফিরিয়ে আনা হয়। সাময়িক যাত্রা বিরতির পর আবার ঢাকার উদ্দেশে ট্রেনটি যাত্রা করে।

Comments
Loading...