বিএনপি শুধু পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে জানে -লায়ন মিনা মালেক
ধামরাই প্রতিনিধি, ঢাকা:
“বিএনপি শুধু পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে জানে। তারা জনগণের ভালবাসা চায় না, তাই নিজের ছেলের মৃত্যুতেও অবরোধ তুলে নেয় নি, খালেদার কাছে নিজের ছেলের চেয়েও ক্ষমতার আসনই বড়।” শনিবার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সম্পাদিকা লায়ন মিনা মালেক উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন ।
আযিযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আরিফ হোসেন, সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটি ও সাধারণ সম্পাদক আমতা ইউনিয়ন আওয়ামী লীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. দৌলতুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ধামরাই; আব্দুর সামাদ মিয়া, প্রাক্তন চেয়ারম্যান আমতা ইউপি; খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ধামরাই উপজেল যুবলীগ; এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; আব্দুস সালাম, সাংকৃতিক সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ; মো. ইব্রাহিম মিয়া, সভাপতি কৃষকলীগ আমতা ইউপি; মো. ইমান আলি, সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড আমতা ইউনিয়ন; শাহ্জাহান মিয়া, মেম্বার আমতা ইউনিয়ন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বড় জেঠাইল জাগরণী সংঘের সদস্যবৃন্দ।