কুড়িগ্রামে স্বপ্ন প্রকল্পের কার্যক্রম শুরু
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে গ্রামীন হতদরিদ্র মহিলাদের উন্নয়নে স্বপ্ন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ প্রকল্পের জেলা অফিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ইউএনডিপি জেলা ব্যাবস্থাপক আহামাদুল কবীর আকন, সহযোগী সংগঠন ইএসডিওর প্রতিনিধি কে এন সরকার, সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউএনডিপি, এসডিজিএফ ও আইএলওর আর্থিক সহায়তায় ৫বছর মেয়াদী এ প্রকল্পটি কুড়িগ্রামে জেলার ৭২টি ইউনিয়নে কাজ করবে। এতে ৭হাজার ৭শ’ ৭৬ জন দুঃস্থ মহিলা (বিধবা, তালাক প্রপ্তা ও স্বামী পরিত্যাক্তা) স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি ইউনিয়নের ৩৬জন হতদরিদ্র মহিলা গ্রামীন অবকাঠামো সংস্কার সহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকবেন। এ প্রকল্পের আওতায় উপকার ভোগী পরিবার খাদ্যা নিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়ন কল্পে প্রতিদিন ১শ’৫০ টাকা হিসেবে মাসিক ৪ হাজার ৫শ’ টাকা মজুরি হিসেবে পাবেন। প্রকল্প শেষে এসব হতদরিদ্র পরিবার তাদের খাদ্য নিরাপত্তা ও জীবন যাত্রার টেকসই মান উন্নয়নে সক্ষম হবে। এ প্রকল্পটি কুড়িগ্রাম ও সাতক্ষিরা জেলায় পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু করবে। পরবর্তিতে দেশের আরো ২০টি জেলায় পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।