যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন মুসলিম নিহত
তরুণ বয়সী তিন মুসলিমকে হত্যার অভিযোগে এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। গাড়ি পার্কিং নিয়ে বিরোধ ও সম্ভাব্য মুসলিম-বিদ্বেষ থেকে এদের হত্যা করা হতে পারে বলে বুধবার জানিয়েছে পুলিশ। এই বন্দুকধারী ফেইসবুকে ধর্ম-বিরোধী বার্তা পোস্ট করেছিলেন ও প্রতিবেশীদের সঙ্গে কলহে জড়িয়ে পড়েছিলেন বলেও জানিয়েছে পুলিশ। উত্তর ক্যারোলাইনার চ্যাপেল হিলে বসবাসকারী গ্রেপ্তার ক্রেইগ স্টেফেন হিকস (৪৬) আইনের ছাত্র। তার বিরুদ্ধে প্রথম শ্রেণীর খুনের অভিযোগ আনা হয়েছে। বুধবার বিকেল পাঁচটার দিকে উত্তর ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তিন কিমি দূরে গুলিবর্ষণে খুনের এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উত্তর ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ডেন্টালের শিক্ষার্থী নববিবাহিত দেহ শাদ্দি বারাকাত (২৩), তার স্ত্রী উসোর মোহাম্মাদ (২১) এবং উসোরের বোন রাজান মোহাম্মাদ আবু-সালহা (১৯) । নিহতরা সবাই মানবিক ত্রাণ কর্মসূচীর সঙ্গে জড়িত ছিলেন। বুধবার সন্ধ্যায় তারা মাগরেবের নামাজের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি পার্কিং নিয়ে বচসার কারণে ঘটনাটি ঘটেছে বলে দেখা গেছে। তারা জানিয়েছেন হিকের পূর্ব কোনো অপরাধের ইতিহাস নেই, সে নিজেই পুলিশের হাতে ধরা দিয়েছে এবং তদন্তে সহযোগিতা করছে। ৪ মার্চ হিকের শুনানির দিন ধার্য করেছেন ডুরহাম কাউন্টি বিচারক। সে পর্যন্ত হিককে বিনা জামিনে আটক রাখার নির্দেশ দিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে ‘#মুসলিম জীবনেরও মূল্য আছে’ লেখা প্রতিবাদ পোস্ট করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি পশ্চিমা সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করেনি বলেও অভিযোগ জানানো হয়েছে।