Connecting You with the Truth

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে আর খেলা হচ্ছে না ইউনিসের

s-8
স্পোর্টস ডেস্ক:
চলতি ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ওয়ানডে ম্যাচে আর খেলা হচ্ছে না পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইউনিস খানের। পারিবারিক কারণে শিগগির দেশে ফিরছেন ইউনিস। এদিকে লঙ্কা সিরিজের স্কোয়াডে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কের শূন্যতা পূরণে তড়িঘড়ি করে বিকল্প খেলোয়াড় পাঠাচ্ছে পিসিবি। এক বছরের বেশি সময় পর লঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়ে রঙিন পোশাকের ক্রিকেটে ফিরেছিলেন ইউনিস। কারণ, পিসিবির ২০১৫ বিশ্বকাপ পরিকল্পনার গুরুত্বপূর্ণ একটি অংশ অভিজ্ঞ এই ক্রিকেটার। কিন্তু একটি মাত্র ম্যাচ খেলেই দেশে ফিরতে হচ্ছে তাকে। ইউনিসের প্রত্যাবর্তনের এই সিরিজে গেল ২৩ আগস্ট হাম্বানটোটায় সিরিজের প্রথম ওয়ানডেতে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। আর তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তিন ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামীকাল ২৬ আগস্টে। আর শেষ ম্যাচটি ৩০ আগস্ট।


Comments
Loading...