ইংল্যান্ডকে ৮ উইকেটে হাড়িয়েছে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিউজিল্যান্ডের সেরা বোলিং করলেন টিম সাউদি। তাতে তাসের ঘরের মতো ওয়েলিংটনে তিনি ভেঙে দিলেন ইংল্যান্ডের ইনিংস। শুক্রবারের একমাত্র ম্যাচে বিশ্বকাপের চতুর্থ বোলার হিসেবে ম্যাচে ৭ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন সাউদি। এই ফাস্ট বোলারের অনন্য কীর্তিতে ৩৩.২ ওভারে মাত্র ১২৩ রানেই অল আউট হয় ইংল্যান্ড। জবাবে, ওয়েস্ট প্যাকে দেখা গেছে ব্র্যান্ডন ম্যাককালামের রেকর্ড ভাঙা ব্যাটিং। বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম ফিফটি করেছেন তিনি। তার ৭৭ রানের ওপর ভর করে ১২.২ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। টানা তৃতীয় ম্যাচ জিতে তাতে করে ফেভারিটের মতো করেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আরো কাছে গিয়ে দাঁড়ালো নিউজিল্যান্ড।
মাত্র ১২৪ রানের টার্গেট। তাড়াহুড়ার কিছু নেই। তবু প্রথম বল থেকেই দারুণ নির্দয় ম্যাককালাম। চার আর ছক্কা ছাড়া তিনি যেন কিছুই বুঝছিলেন না। দ্রুত ম্যাচ শেষ করার তাড়ায় ইংল্যান্ডের বোলাররা বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না। ১৮ বলে ফিফটি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। সহায়তা নিয়েছেন ৭টি চার ও ৪টি ছক্কার। ওয়ানডে ইতিহাসের তৃতীয় দ্রুততম ফিফটিটা এখন ম্যাককালামের। বিশ্বকাপে নিজের আগের ২০ বলে করা দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙেছেন ম্যাককালাম। তার ২৫ বলে ৭৭ রান (৮টি চার, ৭টি ছক্কা) দলকে দ্রুত জয় এনে দেওয়ার সহজ পথ করে দিয়েছে।
এর আগে, টস জিতেছে ইংল্যান্ড। আর ম্যাচের শুরু থেকেই কিউই বোলাররা হামলা চালিয়েছেন ইংলিশদের ব্যাটিংয়ের ওপর। দুই ওপেনার ইয়ান বেল (৮) ও মঈন আলি (২০) ফিরে গেছেন দলের ৩৬ রানের মধ্যে। দুর্দান্ত বল করে দুজনকেই বোল্ড করেছেন সাউদি। এটা ছিল সাউদিরই দিন। গ্যারি ব্যালান্স ১০ রান করে বোল্টের শিকার হয়েছেন। জো রুট ও ইংলিশ অধিনায়ক মরগ্যান এরপর দলকে দিয়েছেন ৪৭ রানের জুটি। মরগ্যানকে (১৭) বিদায় করে জুটি ভাঙেন ভেট্টোরি। এরপরই তিনটি আঘাতে ইংল্যান্ডকে বড় বিপদের মুখে ঠেলে দেন সাউদি। দুই ওভারে তিনি ফিরিয়ে দেন টেলর (০), বাটলার (৩) ও ওকসকে (১)। শিকার করা প্রথম ৫ ব্যাটসম্যানের মধ্যে চারজনকেই ক্লিন বোল্ড করেছেন সাউদি। একমাত্র জো রুট টিকে ছিলেন। একা লড়াই করার চেষ্টা করেছেন। দলের সর্বোচ্চ ৪৬ রান করেছেন। আর শেষটায়ই সাউদি লোয়ার অর্ডারের স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিনকে তুলে নিলে ইংল্যান্ডের দুর্দশার ষোলকলা পূর্ণ হয়।