Connecting You with the Truth

গ্রিসের ঋণ সহায়তার মেয়াদ বৃদ্ধি

60c4a9c4-cdc2-4e0f-bfb7-026c946b879f-1020x612আন্তর্জাতিক ডেস্ক:

কয়েক সপ্তাহ ধরে চলা টানাপোড়েন শেষে গ্রিসকে দেয়া আন্তর্জাতিক ঋণ সহায়তা তহবিলের মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে ইউরোপ। শুক্রবার এ নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন ১০ সদস্য বিশিষ্ট ইউরো জোনের অর্থমন্ত্রীরা। ঋণ পরিশোধের জন্য তারা গ্রিসকে আরও চার মাস সময় দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে। তবে এ সময়সীমা ছয় মাস অব্দি বাড়ানোর জন্য চেষ্টা করেছিল এথেন্স। সময় বৃদ্ধির এই সুবিধা পেতে পুনর্গঠনের একটি তালিকা আগামী সোমবারের মধ্যে অর্থ দাতাদের কাছে পৌঁছাতে রাজি হয়েছে গ্রিস। গ্রিসের অর্থনৈতিক সংকট নিরসনে  ব্রাসেলস বৈঠক শেষে দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর  ঋণ সহায়তার মেয়াদ আরো চার মাস  বাড়ানোর  সিদ্ধান্তটি নেয়া হয়েছে। জাতীয় বাজেটে ক্ষতিকর প্রভাব পড়ে এমন কোনও সিদ্ধান্ত না নিতে গ্রীস অনুরোধ করেছিল বলে জানিয়েছেন ইউরো গ্র“পের প্রেসিডেন্ট এরোন ডাইসেলব্লোম। এ সম্পর্কে শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে ডাইসেলব্লোম বলেছেন, মেয়াদ বাড়ানোর যে সিদ্ধান্তটি এসেছে সেটি একটি ইতিবাচক সিদ্ধান্ত। গ্রীসকে দেয়া আন্তর্জাতিক ঋণ তহবিল নিয়ে আরও এক দফা আলোচনা করতে ব্রাসেলসে আবারও বসেছেন ইউরো জোনের অর্থমন্ত্রীরা। কিন্তু এই বৈঠক যে খুব সহজ হবে না সে কথা স্বীকার করেছেন এরোন ডাইসেলব্লোম। এদিকে গ্রিসের পুনর্গঠনের জন্য যে তালিকা চেয়েছে ইউরো গ্র“প, সোমবারের মধ্যে সেই তালিকা প্রস্তুত করতে দিন-রাত ধরে অক্লান্ত কাজ করার ঘোষণা দিয়েছেন গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভেরাফাকিস।

Comments
Loading...