Connecting You with the Truth

বিজেপি সরকারের রেলমন্ত্রীর ছেলে বিরুদ্ধে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

imgresআরো একবার ধাক্কা খেলো ভারতের বিজেপি সরকার। ইউনিয়ন রেলমন্ত্রী সাদানান্ডা গৌদার ছেলে কার্তিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক অভিনেত্রী। 

অভিযোগকারী নিজেকে কার্তিকের স্ত্রীও দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই অভিনেত্রী কার্তিকের বিরদ্ধে মামলাও করেছেন। এর মাত্র কয়েকঘণ্টা আগে তিনি কর্ণাটকের বেঙ্গালুরুতে কার্তিকের সঙ্গে ‘এনগেজড’ হয়েছেন বলে দাবি করেন।

শহরের পুলিশ কমিশনার এমএন রেড্ডি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণ ও প্রতারণার জন্য কার্তিক গৌদার বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী।

তবে মন্ত্রী এমন দাবি নাকচ করে দিয়ে বলেন, যদি ছেলে অভিযুক্ত হন তাহলে ব্যবস্থা গ্রহণ করুন। আমি বলব এই অভিযোগ মিথ্যা। 

কার্তিক নিজেও এমন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বাবা সম্মানিত ব্যক্তি। কেন সেটা আমি নষ্ট করে দিতে যাব?

Comments
Loading...